মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী উসমান (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে শেরপুর সদর থানার সাতপাকিয়া ব্রিজপাড় এলাকায় অভিযান পরিচালনা করে জেল পলাতক কয়েদী উসমানকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত উসমান শেরপুর জেলার সদর থানার চরখারচর গ্রামের মগবুল সাগিদারের ছেলে। তার কয়েদী নম্বর ৭৯৯০/এ। তিনি শেরপুর জেলা কারাগারে সাজা ভোগরত অবস্থায় ২০২৪ সালের ৫ আগস্ট কারাগার ভেঙে পালিয়ে যান।র্যাব জানায়, গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে শেরপুর জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল-রাজেকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। র্যাব কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় পলাতক ও অপরাধীদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।