সাবিনা ইয়াসমিন,বরিশাল : সুন্দর ও সুষ্ঠুভাবে কোমলমতি শিশুদের বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়। বরিশাল কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন কর্তৃক বিভিন্ন স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষা একযোগে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে ১২:৩০ মিনিটে শেষ হয়। এতে ৯৬ টি স্কুলের ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। অভিভাবকদের প্রত্যাশা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তাদের ছেলেমেয়েদের যেন মেধার বিকাশ ঘটে এবং ভবিষ্যতে ছেলেমেয়েরা যাতে সাফল্য অর্জন করতে পারে। পরীক্ষার কেন্দ্র সচিব ছিলেন আল মাহবুবুল আহসান সুজন, পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন জিয়াউল হাসান।হল সুপার ছিলেন কামরুজ্জামান সোহাগ,সহকারি হল সুপার ছিলেন সাইদুর রহমান চঞ্চল।