বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‌্যাবের অভিযানে পিরোজপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার বিআরটিএ’র কর্মকর্তা সৌরভের বিরুদ্ধে অপ-তৎপরতা ! প্রকাশিত সংবাদের প্রতিবাদ সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন তেরখাদায় অগ্নিকান্ডে পথে বসেছেন ৯০ বছরের বৃদ্ধ জলিল মিনা তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুতুবজোম দাখিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন নওগাঁয় সাংবাদিক তারিকুল ইসলাম শিবলীর স্মরণসভা অনুষ্ঠিত কুড়িগ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত বানারীপাড়ায় পিটিয়ে চাঞ্চল্যকর হত্যা’র অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করে র‌্যাব-৮

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শনে প্রধান বিচারপতি

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় তার সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির সাত সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় তিনি আদালতে পৌঁছান। পরে প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড কার্যক্রমসহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন।
ইউএনডিপি প্রতিনিধি দল জানায়, দেশের গরিব ও অসহায় মানুষের বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে তারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।পরে প্রধান বিচারপতি বেলা ১১টায় নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলে অনুষ্ঠিত জুডিসিয়াল ইন্ডিপেনডেন্সি অ্যান্ড ইফিশিয়েন্সি শীর্ষক সেমিনারে যোগ দেন। সেমিনারে প্রধান বিচারপতি ছাড়াও ইউএনডিপি প্রতিনিধি দল, বিভাগের জেলা ও দায়রা জজ, বিচারক এবং আইনজীবীরা উপস্থিত ছিলেন।বরিশাল জেলা ও দায়রা জজ মো. ফারুক হোসেন জানান, বিভাগীয় শহরগুলোতে ধারাবাহিকভাবে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ বরিশালে অনুষ্ঠিত হলো এ আয়োজন।



ফেসবুকে আমরা
নোটিশ