আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে চরের দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বিশেষঙ্গ ডাক্তারের মাধ্যমে রোগি দেখানো,তার ওষুধ ও পুষ্টি উপাদান বিতরণ করা হয়। সকালে গুড নেইবারস বাংলাদেশ কুড়িগ্রাম সিডিপির উদ্যোগে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুড়িগ্রামের প্রাক্তন সিভিল সার্জন ডাঃ এস,এম,আমিনুল ইসলাম।স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান অফিসার ডাঃ শাহাদত শাহরিয়ার ,কুড়িগ্রাম সিডিপি ম্যানেজার রতন রোমিও গোমেজ,যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর,প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন,স্বাস্থ্য সহকারী মনিরা পারভীন । এ সময় অতিথিরা বলেন,শহরে গিয়ে ডাক্তার দেখানো যেমন অর্থের প্রয়োজন তেমনি অনেক সময় ব্যয় হয়। অনেকেই ডাক্তার দেখানো ও চিকিৎসা করাতে পারেনা। তাদের জন্য গুড নেইবারস এর এই প্রচেষ্টা অত্যন্ত সুফল বয়ে আনবে। বিশেষ করে নারীরা স্বাস্থ্য সেবা পাওয়ায় তাদের পাশাপাশি তাদের সন্তানরাও সুস্থ্য থাকবে। এ সময় চিকিৎসকরা গর্ভবতী অবস্থায় মা,দের পুষ্টিকর খাবার খাওয়া, সন্তানদের শীতে বিশেষ যতœ নবোর পরামর্শ প্রদান করেন।
স্বাস্থ্য ক্যাম্পেইনে যাত্রাপুর চরের ২ শতাধিক সুবিধাভোগী নারীর চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ এস,এম,আমিনুল ইসলাম,ডাঃ এস,এম গোলাম রব্বানী হিরা, এ সময় রোগিদের ওষুধ ও পুষ্টি উপাদান ডাল, তেল,আটা,চিনি,সাবান, বিতরণ করা হয়।
ছবি মেইলে