আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে আর্ন্তজাতিক নারী প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মহিলা অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক সোহেলী পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কুড়িগ্রাম অন্নপূর্ণা দেবনাথ। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত ই খুদা,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু,জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন,নারী নেত্রী রেশমা সুলতানা,সভায় সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান,নারী সংগঠন এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,কুড়িগ্রামে বাল্য বিবাহের হার দিন দিন বাড়ছে,পাশাপাশি অর্থনৈতিক অস্বচ্ছলতা এবং মাদকের কারণে নারী ও শিশু নির্যাতনের হার বাড়ছে। নারী নির্যাতন প্রতিরোধে পরিবার,সমাজ এবং প্রশাসনকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।