মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি :
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার বলেন, প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশনের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং সকলকে মালদ্বীপের স্থানীয় আইন-কানুন মেনে ঐক্যবদ্ধভাবে বসবাস করার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে বিশেষ অবদান রাখায় রেড ক্রিসেন্ট, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন আহমেদ মোত্তাকি, মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাজ্জাত হোসেন এবং আলমগীর শিকদার।অনুষ্ঠানটি প্রবাসীদের অধিকার, দায়িত্ব ও কল্যাণ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।